logo
news image

সকল বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক।  ।  
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে তিনি ন্যাম ভবনে দেখা করতে যান এ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপির সাথে। দু'জনের মাঝে আবেগঘন মুহুর্ত কাটে কিছুক্ষণ।  বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনায় ঐক্যের বন্ধনের মাধ্যমে নৌর্কার বিজয় নিশ্চিত করার শপথ নেন তাঁরা।
'আমরা চাই এই ঐক্যের বন্ধন অটুট থাকুক, শুধু আওয়ামী লীগ নয়-বিএনপিসহ সকল দলের ক্ষেত্রে। সমাজের সকল পর্যায়ে বিভেদ ও হানাহানি দূর হোক। লালপুরের উন্নয়নের ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে যাই।'

সাম্প্রতিক মন্তব্য

Top