logo
news image

বড়াইগ্রামে ছাত্রলীগের নির্বাচনী প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবিদক, বড়াইগ্রাম নাটোর
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনিত প্রার্থীর বিজয় সু-নিশ্চিত করার লক্ষে নাটোর বড়াইগ্রামে ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ ও বনপাড়া পৌর ছাত্রলীগ এই সভার আয়োজন করে। প্রধান বক্তা হিসেবে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সর্দার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে বনপাড়া পৌরসভার ডা. আইনুল হক মার্কেটে বনপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার এর সভাপতিত্বে অনুষ্ঠিয় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সম্পাদক মিজানুর রহমান মিজান, মেয়র কেএম জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, পৌর আওয়ামীলীগ সম্পাদক আতাউর রহমান আতা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম জিল্লুর রহমান জিন্নাহ, সম্পাদক শফিকুল ইসলাম সরদার। এছারাও অপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক মানিক রায়হান, সহ-সভাপতি আল হেলাল কাফি, বনপাড়া পৌর ছাত্রলীগ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, ছাত্রলীগ কর্মি মেহেদি হাসান শুভ প্রমুখ।
মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top