logo
news image

নৌকার বিজয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কাজ করবে নাটোর জেলা কমিটির এই অঙ্গিকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাহারাপ্লাজা রেস্টুরেন্টে এক আলোচনা সভায় ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম এমপিকে বিজয়ের লক্ষে কাজ করার ঘোষনা দেন জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা কমিটি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা কমিটি উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা কমিটি আলোচনায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কমিটি সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা কমিটি সভাপতি সাবেক উপজেলা কমান্ডার (অবঃ) সার্জন আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক, সাধারন সম্পাদক বি.এ.এফএফ আবুল হোসেন । এসময় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক এফএফ ডাঃ ইছাহক আলী, এফএফ মুক্তিযোদ্ধা শাজাহান আলী মৃধা, মুক্তিযোদ্ধার স্ত্রী হুসনে আরা বেগম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
এরপরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কমিটির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি জেলা কমিটি সভাপতি সাবেক উপজেলা কমান্ডার (অবঃ) সার্জন আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক ও সাধারন সম্পাদক বি. এ. এফএফ আবুল হোসেন ঘোষনা করা হয়। এছাড়া জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কমিটির অন্যন্যেরা হলেন সহ-সভাপতি এফএফ, সাবেক সহ-কমান্ডার জেলা কমান্ড শ্রী অতিন চন্দ্র দাস, সহ-সভাপতি এফএফ, সাবেক উপজেলা শাখা ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এফএফ খন্দকার আঃ মান্নান, এফএফ, উপজেলা শাখা সাবেক ডেপুটি কমান্ড সহ-সভাপতি আঃ কুদ্দুস,  সাবেক ইউনিয়ান কমান্ডার সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এফএফ সরকার অসীম কুমার, যুগ্ম সম্পাদক এফএফ এ্যাড. জাহিদ খান চৌধুরী, অর্থ সম্পাদক এফএফ ডাঃ ইছাহক আলী, এফএফ মুক্তিযোদ্ধা শাজাহান আলী মৃধা, দপ্তর সম্পাদক মাস্টার নায়েবউল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. খগেন্দ্রনাথ রায়সহ ২৬ জন সদস্য নিয়ে কমিটি নাম বলা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top