logo
news image

নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি জেলা সভাপতিসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  
নাটোর শহরের বড়গাছা অভ্যন্তরিন কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শাহরিয়ার হোসেন রিয়ন নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও আরেক ছাত্রলীগ কর্মি রুবেল। শাহরিয়ার হোসেন রিয়নকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জেমস ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বড়গাছা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহরিয়ার হোসেন রিয়ন নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক (বহিস্কার)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক (বহিস্কার) শাহরিয়ার হোসেন রিয়নের দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে পূর্বেও বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই জের ধরেই মঙ্গলবার দুপুরে বড়গাছা এলাকায় জেমস ও রিয়ন পক্ষের সদস্যরা সামনা সামনি হলে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনাও ঘটে। এতে শাহরিয়ার হোসেন রিয়ন গুলিবিদ্ধ হয়। আহত হয় জেলা ছাত্রলীগের সভাপতি জেমস ও এক ছাত্রলীগ কর্মি রুবেল আহমেদ। আহতদের মধ্যে রিয়নকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জেমস ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দাবী আহতরা সকলেই আশংকামুক্ত রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top