logo
news image

নাটোর-১: দলীয় কৌশল চমকে বিভ্রান্ত নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক। ।
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মনোনয়ন কৌশল হিসেবে একের পর এক চমকে বিভ্রান্ত হচ্ছেন দলের নেতা-কর্মী। উভয় দলে দুইজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুধু দলীয় নেতা-কর্মী নয়, সমর্থক ও ভোটার সকলের মধ্যে কৌতুহল বিরাজ করছে কে হচ্ছেন আসল প্রার্থী? নেতা-কর্মী কার পক্ষ নেবেন তা ঠিক করতে পারছেন না। দলীয় মনোনয়নপ্রাপ্তরা প্রত্যেকেই নিজেকে ‘আসল’ প্রার্থী হিসেবে দাবি করছেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা কর্নেল (অব:) রমজান আলী সরকার। এর আগে রোববার (২৫ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।
অপর দিকে সোমবার (২৬ নভেম্বর) বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় হতে সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিনী ও বিএনপির সদস্য অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top