logo
news image

যুক্তরাস্ট্রে নাটোর জেলা সমিতির ফ্যামিলি পার্টি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র।  ।  
নাটোর জেলা সমিতি, ইউএসএ, ইনক শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ব্রঙ্কসের ২০৯৬ স্টার্লিং এভিনিউয়ে নিরব রেস্টুরেন্টে এক ফ্যামিলি পার্টির আয়োজন করে।  উক্ত অনুষ্ঠানে নাটোর জেলার শতাধিক স্বপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি আব্দুল খালেক, বাগাতিপাডার কৃতি সন্তান ও বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি মো: মোতাহার হোসেন, বনপাড়ার ও বৃহত্তর রাজশাহী সমিতির সাধারন সম্পাদক মো: মোজাফ্ফর হোসেন,  লালপুরের কৃতি সন্তান মো: শাহীন আলম এবং কামরুজ্জামান বাবু,  মো: মোস্তাক হামিদ  মো: মিজানুর রহমান  বৃহত্তর রাজশাহী সমিতির সিনিয়র সহ সভাপতি রবিন, আকবর, এটনি এন মুজুমদার শামীম আহাম্মেদ ও আরো অনেকে।   অনুষ্ঠানটি পরিচালনা করেন হেলাল উদ্দিন।

সাম্প্রতিক মন্তব্য

Top