logo
news image

খানসামায় সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ সভা

তফিজ উদ্দিন আহম্মেদ, খানসামা (দিনাজপুর)।  ।  
দিনাজপুরের খানসামায় সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।  
উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আয়োজিত ইউপি হলরুমে ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেউ যদি এলাকায় সন্ত্রাশ জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ মূলক কর্মকান্ডে জড়িত না হয় এ বিষয়ে সতর্ক করেন এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত না ঘটায় এ বিষয়ে বক্তব্য রাখেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল আযম চৌধুরী লায়ন, খানসামা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক সিকান্দার আলী কাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সচিন্দ্র নাথ রায়, মসজিদের ইমাম মওঃ মো: জাকির হোসেন, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, ইউনিয়ন আনসার ও ভিডিপি লিডার মো: আনিছুর রহমান প্রমুখ। এ সময় শিক্ষক, ইমাম, প্রহিত আনসার ও ভিডিপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top