logo
news image

নবেসুমিতে ২০ ঘন্টা পর চিনি উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
যান্ত্রিক ত্রুটির কারনে উত্তরবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল ২০ ঘন্টা ৪৫ মিনিট বন্ধের পরে চিনি উৎপাদন শুরু হয়েছে ।
নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমে আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর রাত ২টার দিকে যান্ত্রিক ত্রæটির কারনে মিলের আখ মাড়াই বন্ধ হয়ে যায়। মেরামত করে ৬ টা ৩০ মিনিটে পুনরায় মিল চালু করা হয় । বয়লারে পাইপ লাইনের মধ্য দিয়ে বিদ্যুৎ এর বোর্ড এ পানি ঢুকলে বিকট শব্দ করে বিদ্যুৎ বোর্ড ফেটে যায় । এসময় ২ জন শ্রমিক আহত হয়। তাদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া । পরে মিলের চিনি
উৎপাদন বন্ধ হয়ে যায় । মেরামত করে পূনরায় রাত ১০ টা ৪৫ মিনিটে মিল চালু করা হয় । এখন চিনি উৎপাদন অব্যাহত রয়েছে ।

সাম্প্রতিক মন্তব্য

Top