logo
news image

পুঠিয়ায় ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী)।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল রোববার (১৮ নভেম্বর) রাতে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বাজারে অভিযান ৩৩৬ বোতল ফেনসিডিলসহ মোঃ টুটুল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে।  তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের একবরপুর গ্রামের মোঃ আব্দুল হোসেনের ছেলে।  
 র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অপারেশন দল স্কোয়ার্ড কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে ১৮ নভেম্বর ২০১৮ ইং তারিখ ০১:৩০ ঘটিকায় ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজারে অভিযান পরিচালনা করে (ক) ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ৩৩৬ (তিনশত ছত্রিশ) বোতল (খ) মোবাইল ফোন-০১ (এক) টি, (গ) সিম কার্ড-০১ (এক) টি, (ঘ) গুড়া মরিচ-৯০ (নব্বই) কেজি, (ঘ) ধুনিয়া গুড়া-১২০ (একশত বিশ) কেজি, (ঙ) হলুদ ৯৫ (পঁচানব্বই) কেজিসহ আসামী মোঃ টুটুল (২৩), পিতা-মোঃ আব্দুল হোসেন, সাং-একবরপুর, থানা শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top