logo
news image

বিএনপি নেতা আলহাজ হাবিবুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক।।

গোপালপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ইউপি সদস্য নাটেরের লালপুর উপজেলার কেশবপুর মহল্লার আলহাজ হাবিবুর রহমান ৯০) শনিবার রাত দেড়টার সময় বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি পাঁচ ছেলে ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা আড়াইটার সময় কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থাণীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তার রাজনৈতিক জীবন ছিল বর্নাঢ্য। তিনি কর্ম জীবনে নর্থ বেঙ্গল সুগার মিলের একজন কর্মচারী ছিলেন। সেখানে তিনি দীর্ঘদিন চাকুরী করেছেন। কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেশবপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভুমিকা পালন করেছেন।

এম ইসলাম

সাম্প্রতিক মন্তব্য