logo
news image

নাটোরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশী প্রহরায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে। সদর উপজেলা বিএনপি’র সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। সভায় বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া সহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীও করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top