‘দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ’ ও 'www.dailypraptiprosongo.com’ পত্রিকার জন্য জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় সংবাদদাতা নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের আবেদনপত্র আহবান করা হচ্ছে।
আবেদনের যোগ্যতা: * স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে নূন্যতম স্নাতক বা সমমান ডিগ্রি। * কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতা। * প্রতিবেদন তৈরি করতে পারার ক্ষমতা। * মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী। * ভ্রমণের মানসিকতা।
আবেদনের নিয়মাবলি: সম্পাদক বরাবর আবেদনপত্র, সদ্য তোলা রঙিন ছবি, হালনাগাদ জীবনবৃত্তান্ত শুধুমাত্র ই-মেইল imukti71@gmail.com-এ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে পাঠাতে হবে।
সাম্প্রতিক মন্তব্য