logo
news image

শাবির ভর্তি ফি ৩৯ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ বৃদ্ধি

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) বর্ধিত ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে অনুমোদন করা হয়।  ফলে ৯৫০০ টাকার বদলে ভর্তি নির্ধারিত হয় ৭৫০০ টাকা।  

জানা যায়, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়। গতবছরের ভর্তি ফি ৬৮৫০ টাকা থেকে ২৬৫০ টাকা বাড়িয়ে ৯৫০০ টাকা নির্ধারণ করা হয়। ফলে ক্ষুদ্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। ফি কমানোর দাবিতে মঙ্গলবার বিক্ষোভ-সমাবেশ করে শাখা সমাজতান্তিক ছাত্র ফ্রন্ট ও বুধবার ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ২০১২ থেকে যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, হিসেব করলে এবছর ২৪ শতাংশ ফি বৃদ্ধির কথা। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ১০ শতাংশে রেখেছি।

সাম্প্রতিক মন্তব্য

Top