logo
news image

বড়াইগ্রামে বিষপানে গৃহবধুর আত্তহত্যা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে খাদিজা বেগম (২২) নামের গৃহবধুর আত্তহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বড়াইগ্রাম দিঘিরপার এলাকায় এঘটনা ঘটে। ঐ গৃহবধু বড়াইগ্রাম দিঘিরপার গ্রামের সোবাহান আমিনের ছেলে কবির হোসেন এর দ্বিতীয় স্ত্রী এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাললা পারা গ্রামের সবুর মিয়া মেয়ে। এ ঘটনায় খাদিজার স্বামী কবির হোসেকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে খাদিজা বেগম ও কবির হোসেন পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৩ লক্ষ যৌতুক দাবী করে কবি হোসেন। খাদিজার দরিদ্র বাবা টাকা দিতে না পারায় নানা রকম ভাবে নির্যাতন করে কবির ও তার পরিবার । গতকাল বিকেলে আবারো নির্যাতন করলে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খায় খাদিজা বেগম। বিষটি বুঝতে পেরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুামার দাস বলেন, আত্তহত্যার প্ররচনার অভিযোগে গৃহবধুর স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
সম্পাদনায়-মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top