logo
news image

একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু গল্প নিয়ে অ্যানিমেশন ছবি তৈরি হচ্ছে

বিনোদন প্রতিবেদক।  ।  
একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু গল্প নিয়ে অ্যানিমেশন ছবি তৈরি করছেন ওয়াহিদ ইবনে রেজা। ছবির নাম ‘সার্ভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’। গত বছর তিনি জানিয়েছিলেন, ২০১৮ সালের শেষ নাগাদ এই গল্প নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি বানাবেন। আর এর পূর্ণদৈর্ঘ্য রূপ আলোর মুখ দেখবে ২০২০ সালে। আজ মঙ্গলবার দুপুরে তিনি জানালেন, এই অ্যানিমেশন ছবির টিজার তৈরির কাজ চলছে। আগামী বছর ২৬ মার্চ টিজারটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেবেন। তবে তিনি বলেছেন, ‘অ্যানিমেশন সিনেমা করা খুব সময়সাপেক্ষ একটি কাজ। আশা করছি, ধৈর্য ধরে সবাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন।’
ওয়াহিদ ইবনে রেজা এখন আছেন কানাডায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। ‘সার্ভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির কাজ নিয়ে তিনি লিখেছেন, ‘প্রথম টিজারের জন্য যে যে ডিজাইন দরকার, তা প্রায় সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে ব্যাকগ্রাউন্ডের কাজ। অ্যানিমেশন টেস্ট শুরু হয়েছে। শিগগিরই টিজারের জন্য ভয়েস রেকর্ড শুরু করব। এদিকে মিউজিকের কাজও চলছে। চলছে এফএক্সের কাজ।’
ওয়াহিদ ইবনে রেজা আরও লিখেছেন, ‘প্রথমে ইচ্ছা ছিল আমরা টু-ডি (দ্বিমাত্রিক) ফরম্যাটে অ্যানিমেশন করব। এখন আমরা ঠিক করেছি, বিশেষ বিশেষ বস্তু, যেমন যানবাহন, অস্ত্র, পরিবেশ আমরা করব থ্রি-ডি (ত্রিমাত্রিক) ফরম্যাটে এবং পরে সেটা রেন্ডার করা হবে টু-ডিতে। এই কাজ আমরা আগে কখনো করিনি। কাজটি ঠিকঠাক করার জন্য গবেষণা হচ্ছে। যদি গবেষণা সফল হয়, তাহলে আমরা দৃশ্যগুলোতে আরও গভীরতা দিতে পারব। এখন বিশ্বের সব জনপ্রিয় টু-ডি অ্যানিমেশনগুলো এই প্রযুক্তি খুব ব্যবহার করছে।’
ছবিটির টিজারে কে কে কণ্ঠ দিচ্ছেন? ওয়াহিদ ইবনে রেজা জানালেন, টিজারে অতিথি ভয়েস হিসেবে থাকবে চমক। বলেন, ‘এই ছবির জন্য চমৎকার একটি গানও করা হয়েছে। তবে গানটি কে গাইছেন, কে লিখেছেন, কবে সবাই শুনতে পাবেন, তা এখনই বলতে চাই না।’
‘সার্ভাইভিং সেভেন্টি ওয়ান-অ্যান আনটোল্ড স্টোরি অব অ্যান আননোন ওয়ার’ ছবির ভাবনা প্রসঙ্গে ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘ছবিটি বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। যেহেতু আমার বাবার জীবনের গল্প থেকে এটি লেখা হবে, তাই ব্যক্তিগতভাবে এই ছবি আমার জন্য দারুণ গুরুত্ব বহন করে। ছবিতে দেখা যাবে ধ্রুব ও আক্কু নামে দুই বন্ধুর গল্প, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের সময় অনেক রোমহর্ষক ঘটনার পর প্রাণে বেঁচে যায় এবং যোগ দেয় যুদ্ধে।’
ওয়াহিদ ইবনে রেজা হলিউডের সনি পিকচার্সের হয়ে অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমেও কাজ করেছেন। এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি।
ভিজ্যুয়াল ইফেক্টসে ওয়াহিদের কাজ করা মুভি ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ ছবি ২০১৭ সালে অস্কারে মনোনয়ন পেয়েছিল।
এবার ওয়াহিদ ইবনে রেজার নতুন খবর, ‘দ্য অ্যাংরি বার্ডস টু’ ছবিতে তিনি কাজ করছেন। ২০১৬ সালে মুক্তি পায় হলিউডের ব্লকবাস্টার অ্যানিমেটেড ছবি ‘দ্য অ্যাংরি ‌বার্ডস’। আগামী বছর আসছে এই সিরিজের নতুন ছবি। আর তাতে কাজ করছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। শিশুতোষ এ ছবির মডেলিং ও ম্যাটপেইন্টিং বিভাগের দায়িত্বে আছেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top