logo
news image

নাটোরে বিজয় ফুল উৎসব

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে নাটোরে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ নভেম্বর) নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলার সাতটি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা তিনটি গ্রুপে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সবুজ জমিনে সাদা রঙের ম্যাটেরিয়ালে সাতটি পাঁপড়ি সহযোগে বিজয় ফুল শাপলা তৈরি করে প্রতিযোগী শিক্ষার্থীরা। ফুল তৈরিতে ব্যবহার করা হয় কাগজ, কাপড় ও প্লাস্টিক শীট। শিশু থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী-এ তিনটি গ্রুপে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান। স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন। তিনটি গ্রুপের বিজয়ীরা পরবর্ত্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ড. রাজ্জাকুল ইসলাম জানান, প্রতিযোগিতার প্রাতিষ্ঠানিক পর্যায়ের ফুলগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি শ্রেণীকক্ষের সামনে সাজিয়ে রাখা হবে এবং উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফুলগুলো সংরক্ষণ করে আগামী বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে মঞ্চের সাজসজ্জার কাজে ব্যবহার করা হবে। আগ্রহী ক্রেতা পাওয়া গেলে ফুল বিক্রি করে প্রাপ্ত অর্থ অসচ্ছল মুক্তিযোদ্ধা ও বিশেষ শিশুদের কল্যাণে ব্যয় করা যাবে।

সাম্প্রতিক মন্তব্য

Top