logo
news image

বাগাতিপাড়ায় গ্রাম থিয়েটারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বকুল স্মৃতি থিয়টারের আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটার ইলামিত্র অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সকালে বাগাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় আঞ্চলিক সমন্বয়কারী মশগুল হোসেন ইতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য ও পুঠিয়া থিয়েটারের সভাপতি কাজী সাইদ হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারউল্লা সরকার কামাল, নাটোর ইঙ্গিত থিয়েটারের সভাপতি এ্যাডঃ সুখময় রায় বিপ্লু।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইলামিত্র অঞ্চলের নওগাঁ, পুঁঠিয়া, রাজশাহী, চন্দ্রাবতী ও প্রজন্ম থিয়েটারের প্রতিনিধিবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top