logo
news image

লালপুরে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও যুবদের মাঝে যুব ঋণ বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়।
র‌্যালী শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনছারুল হক, উপজেলা যুব কমপ্লেক্সের ডেপুটি কো অর্ডিনেটর শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।
শেষে ৩৫ জন বেকার যুবক-যুবতির মাঝে ১৮ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top