logo
news image

বাগাতিপাড়ায় জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বাগাতিপাড়া থানা জাসদের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলে সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। র‌্যালী শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন নাটোর জেলা জাসদের সহ সভাপতি আব্দুল কুদ্দুসরে প্রতি সমাবেদনা জানিয়ে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এই নাটোর-১ আসনে তাকে মনোনয় দেওয়ায় জাসদ সভাপতিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে মানীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ১৪ দলীয় জটের সঙ্গে থেকে কাজ করার আহবান জানান।’ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা জাসদের সহ-সভাপতি আসমত আলী নূরু, বাগাতিপাড়া জাসদের সভাপতি ফারুক আলম মুকুল, লালপুর থানা জাসদের মূখ্য আহবায়ক আব্দুল হালিম, বাগাতিপাড়া থানা যুব জোটের সভাপতি মশরাফ হোসেন মশ প্রমুখ। এছাড়াও দলটির নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনের উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top