logo
news image

বড়াইগ্রামে অভিযুক্ত দম্পতির বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

বড়াইগ্রামে গাছ থেকে তেঁতুল পেড়ে খাওয়ার কথিত অভিযোগে তিন শিশু স্কুল ছাত্রকে দিনভর ঘরে আটকে রেখে মারপিটের প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্ত দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নির্যাতিত শিশুদের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। 

সোমবার সকালে লক্ষীকোল-ধানাইদহ সড়কে মানববন্ধনকালে মেরিগাছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, ছাত্র অভিভাবক দুলাল ও ইমরান হোসেন, সমাজসেবক ডা. হায়দার আলী ও আব্দুর রাজ্জাক এবং শিক্ষার্থী আজমিরা হ্যাপী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত শনিবার স্কুলে যাবার সময় মেরিগাছা গ্রামের দুলাল হোসেনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র নহিন (১২), ইমরান হোসেনের ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আবির আহম্মেদ হিমেল (৯) ও খোরশেদ আলমের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আবু তালহা (৮) কে একই গ্রামের এনামুল হক ও তার স্ত্রী বিলকিস খাতুন কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাদেরকে ঘরের ভেতরে আটকে রেখে দিনভর মারপিটসহ মানসিক নির্যাতন করে।
সম্পাদনায়-মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top