logo
news image

সিংড়ায় নিখোঁজ শিশু জুয়েল সরকারের লাশ উদ্ধার

সিংড়া ( নাটোর) প্রতিনিধি :
গত শুক্রবার নিখোঁজ হওয়া জুয়েল সরকারের (৮) জবাই করা লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ইটালী ইউনিয়নের কুমগ্রাম - বুনকুড়ি ব্রীজ এলাকা থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত জুয়েল কুমগ্রাম গ্রামের কৃষক মুক্তার সরকারের পুত্র ও কুমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম সতত্যা স্বীকার করে জানিয়েছেন, ঘটনাটি খুবই দুংখজনক।
কে বা কারা কি কারনে নিস্পাপ শিশুকে হত্যা করলো, তা মেনে নেয়ার মত না।
সিংড়া থানার ওসি ( তদন্ত) নেয়ামুল ইসলাম জানান, নিহতের বাবা গতকাল থানায় জিডি করেন, আজ এসআই শাহেদ ঘটনাস্থল তদন্ত করেন, কি কারনে তাকে হত্যা করা হলো তা বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ।

সাম্প্রতিক মন্তব্য

Top