logo
news image

নাটোরে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
“টেকসই উন্নয়ন স্বাস্থ্যসমত স্যানিটেশন- হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্য সম্মত” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়া দেখানোর পর আয়োজন করা হয় এক আলোচনা সভার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশসিক মুহম্মদ গোলামুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, জনস্বাস্থ্য প্রক্যেশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া সহ অন্যান্যরা।

সাম্প্রতিক মন্তব্য

Top