logo
news image

নাটোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের রায়হালসা গ্রামস্থ এলাকায় অভিযান ইয়াবাসহ মোঃ আঃ রউফ (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে।  
র‌্যাব-৫, রাজশাহীর  সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলার সদর থানাধীন রায়হালসা গ্রামস্থ এলাকায় আবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল এএসপি মোঃ আজমল হোসেন, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে ইং ২৬ অক্টোবর ২০১৮ তারিখ ১৫.৫০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন রায়হালসা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট- ২৮৫ (দুইশত পঁচাশি) পিস, (খ) মোবাইল ফোন-০১ (এক) টি এবং (গ) সিম কার্ড-০২ (দুুই) টি সহ আসামী মোঃ আঃ রউফ, (২৯), পিতা-মোঃ আব্দুল জলিল, সাং- রায়হালসা, থানা ও জেলা-নাটোরকে হাতেনাতে গ্রেফতার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top