logo
news image

নাটোরে চোরাই মাছসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোরের চক আমহাটি গ্রামস্থ লক্ষ্মীকান্ত বিলে অভিযান চালিয়ে পরিচালনা করে চোরাই মাছ সহ ০৪ জন চোর আটক করে।  
র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আলহাজ্ব মোঃ আব্দুর রউফ খান (৬৮), পিতা-মৃত মোহাম্মদ আলী খান, সাং-চক আমহাটি, থানা ও জেলা-নাটোর এর দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আলহাজ্ব মোঃ আব্দুর রউফ খান (৬৮) এর নিজ নামে লিজ ভূক্ত চক আমহাটি গ্রামস্থ লক্ষ্মীকান্ত বিলে কতিপয় ব্যক্তি অবৈধভাবে জাল ও বড়শী দিয়ে জোর পূর্বক মাছ ধরিতেছে। উপরোক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ২৫ অক্টোবর ২০১৮ তারিখ ১৬:১০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন চক আমহাটি গ্রামস্থ লক্ষ্মীকান্ত বিলে অভিযান পরিচালনা করে (ক) চোরাই মাছ ০৮ (আট) কেজি, (খ) বেড় জাল  ০১ (এক) টি, (গ) ছিপ বড়শী ০৩ (তিন) টি, (ঘ) মোবাইল ফোন-০৩ টি, (ঙ) সিম কার্ড-০৫ টি সহ আসামী ১। মোঃ মাহাবুব (২০), পিতা- মোঃ ওসমান গাজী, ২। মোঃ সবুজ ব্যাপারী (২০), পিতা- মোঃ সাত্তার ব্যাপারী, ৩। মোঃ রাকিব পাটোয়ারী (১৮), পিতা- মোঃ মন্টু পাটোয়ারী, ৪। মোঃ হৃদয় গাজী (১৯), পিতা- মোঃ হারুন গাজী, সর্ব সাং-চক আমহাটি, থানা ও জেলা-নাটোরগণ গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top