logo
news image

নাটোরে ১৭ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর জরিমানা ও কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (২৪ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নাটোর সদরে বিভিন্ন মাদক স্পট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৭ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর জরিমানা ও কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন, কোম্পানী কমান্ডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভূইয়া (এসিল্যান্ড), নাটোর এর যৌথ নেতৃত্বে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১টা হতে রাত ৮টা পর্যন্ত নাটোর জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে (ক) গাঁজা ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) গ্রাম, (খ) এ্যামফিটামিন ট্যাবলেট ২২ (বাইশ) পিস সহ ১। মোঃ মানিক (৩৮), পিতা-মোঃ আঃ মালেক, ২। মোঃ দুলাল (৩৫), পিতা-মৃত শুকুর আলী, উভয় সাং-উত্তর বড়গাছা, ৩। মোঃ রনি (২৬), পিতা- মোঃ ফজর আলী, সাং-কান্দিভিটা, ৪। মোঃ মাহফুজুর রহমান (২৫), পিতা- মোঃ আবু হানিফ, সাং- করোটা, ৫। পার্থদেব (২৬), পিতা-শতীল দেব, সাং-উত্তর পাটুয়াপাড়া, ৬। মোঃ ফারুক খান (২৭), পিতা-মোঃ আলম খান, সাং-কান্দিভিটা, ৭। মোঃ মিলন (২৮), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং- কানাইখালী, ৮। মোঃ সোহেল (৪০), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং-পাটুয়া পাড়া, ৯। মোঃ নাইম (২৪), পিতা- মোঃ হাফিজুর রহমান, সাং-কাফুরিয়া পট্টি, ১০। মোঃ বাবর আলী (৩৭), পিতা-মোঃ কোরবান আলী, সাং-মীরপাড়া, ১১। মোঃ বিরাজ (২৪), পিতা- মৃত সিদ্দিক, সাং হুগোলবাড়িয়া, ১২। মোঃ রুবেল (৬৮), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান,  সাং- দক্ষিণ বড়গাছা, ১৩। মোঃ ফেরদৌস (৪৩), পিতা- মোঃ মানিক, সাং-পটুয়াপাড়া, ১৪। মোঃ মজির উদ্দিন (৪৮), পিতা- মৃত নজির উদ্দিন, সাং-রামাইগাছি, ১৫। মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা-মৃত আতাউর রহমান, সাং-কাফুরিয়া পট্টি, সর্ব থানা ও জেলা-নাটোর, ১৬। মোঃ আনিছুর রহমান (৩৫), পিতা-মৃত মালেক, সাং- খয়রাবাদ, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ১৭। মোঃ ইমরোজ (৩০), পিতা-মোঃ কামরুল, সাং-গাড়িখানা থানা ও জেলা-নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক উপরোক্ত ০১ নং হতে ০৩ নং আসামীর ০১ (এক) বছর ০৪ নং হতে ০৮ নং আসামীর ০৬ (ছয়) মাস, ০৯ নং হতে ১২ নং আসামীর ০৩ (তিন) মাস, ১৩ নং হতে ১৪ নং আসামীর ০২ (দুই) মাস, ১৫ নং হতে ১৬ নং আসামীর ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ১৭ নং আসামীর  ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত ০১ নং হতে ১৬ নং আসামীগণকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top