logo
news image

সিংড়ায় একটি হত্যা মামলায় নয়জনকে যাবৎজীবন

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোরের সিংড়ায় একটি হত্যা মামলায় নয় জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছেন রাজশাহীর একটি আদালত। বুধবার (২৪ অক্টোবর) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চার বছর আগের এ হত্যা মামলায় রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও ১৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন, আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮) রুবেল হোসেন (২৬) ও রাব্বানী (২৩)। মামলার সুত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৪ সালের ২৯ মার্চ নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামে খাসপুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে। পরে মামলাটি নাটোরের আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আইনজীবী এন্তাজুল বলেন, আদালত ১৮ জনের সাক্ষ্য নিয়ে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চার বছর পর এ হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top