logo
news image

লন্ডনে উদীচীর সুবর্ণজয়ন্তী উৎসব ২৮ অক্টোবর

তৌহিদ চৌধুরী, লন্ডন (যুক্তরাজ্য)।  ।  
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টি যুক্তরাজ্য সংসদ আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির পঞ্চাশ বৎসর পূর্তি উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
২৮ অক্টোবর রোববার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। হ্যানবারী স্ট্রিটস্থ কবি নজরুল সেন্টার-এ। সূর্বণ জয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পূণর্মিলনী, বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত উদীচীর প্রমান্য ভিডিও প্রদর্শন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও সাম্যবাদ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণ আন্দোলনে উদীচীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গণসংগীতের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালায় উদীচীর বর্তমান ও প্রাক্তন সদস্য, শুভানুধ্যায়ী ও যুক্তরাজ্যে বসবাসরত সকল প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনসমুহকে উপস্থিত থাকতে উদীচী যুক্তরাজ্য সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর বাংলাদেশে উদীচীর যাত্রা শুরু হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top