logo
news image

নাটোরে ফেন্সিডিলসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (২২ অক্টোবর) রাতে নাটোর মহিলা কলেজের সামনে চেক পোষ্ট মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শীর্ষ মাদক সম্রাট ও ব্যবসায়ী মোঃ হারুনকে (৪৫) গ্রেফতার করে।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ অক্টোবর) রাত ২২:৩০ ঘটিকায় ঘটিকায় নাটোর টু রাজশাহী বিশ্বরোডে নাটোর মহিলা কলেজের সামনে চেক পোষ্ট মাধ্যমে অভিযান পরিচালনা করে (ক) ৩৯৭ (তিনশত সাতানব্বই) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, (খ) মোবাইল ফোন-০১ (এক) টি, (গ) সিম কার্ড-০১ (এক) টি (ঘ) নগদ ২৩৫০/- (দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা, (ঙ) আজমেরী কার্গো সার্ভিস কাভার্ড ভ্যান ০১ (এক) টি সহ শীর্ষ মাদক স¤্রাট ও ব্যবসায়ী মোঃ হারুন (৪৫), পিতা-মৃত আঃ সামাদ, সাং- ভান্ডারীকান্দি, থানা-শিবচর, জেলা- মাদারীপুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী  হতে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top