logo
news image

নাটোরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে সোমবার (২২ অক্টোবর) বিকেলে নাটোরের হয়বতপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাহিম হোটেল এলাকায় অভিযান চালিয়ে একশ পিস ইয়াবাসহ মোঃ জহুরুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  
র‌্যাব-৫, রাজশাহীর  সিপিসি-২, নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলার সদর থানাধীন হয়বতপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাহিম হোটেল এলাকায় আবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেনেরে নেতৃত্বে ২২ অক্টোবর ২০১৮ তারিখ ১৯.০০ ঘটিকায় নাটোর জেলার সদর থানাধীন হয়বতপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাহিম হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট- ১০০ (একশত) পিস, (খ) মোবাইল ফোন-০১ (এক) টি এবং (গ) সিম কার্ড-০২ (দুুই) টি সহ আসামী মোঃ জহুরুল ইসলাম (২৬), পিতা- মৃত মুছা সিকদার, সাং- হয়বতপুর, থানা ও জেলা-নাটোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top