logo
news image

গুরুদাসপুরে ১৫ হাজার লিটার মদ ধ্বংস-২০ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন এর যৌথ নেতৃত্বে শনিবার (২০ অক্টোবর) রাতে নাটোরের গুরুদাসপুরের গজেন্দ্র চাপিলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৫ হাজার লিটার চোলাই মদসহ ২০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন, কোম্পানী কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন, গুরুদাসপুর, নাটোর এর যৌথ নেতৃত্বে শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন গজেন্দ্র চাপিলা গ্রামস্থ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে  ১৫ হাজার লিটার চোলাই মদসহ ১। মোঃ খাইরুল ইসলাম, পিতা- মৃত সৈয়দ আলী প্রাং, সাং-খিদির গড়িলা, থানা-গুরুদাসপুর, ২। মোঃ মাহাবুব আলম, পিতা- আঃ কুদ্দুস, সাং-আগ্রান, থানা-বড়াইগ্রাম, ৩। মোঃ আরিফুল ইসলাম, পিতা- সমসের আলী সাং- মৌখাড়া, থানা-বড়াইগ্রাম, ৪। মোঃ সিরাজ শেখ, পিতা- মৃত ময়দাল শেখ, সাং- আগ্রান, থানা-বড়াইগ্রাম, ৫। খিজা পাহান, পিতা- সুরেন পাহান, সাং-গজেন্দ্র চাপিলা, থানা-গুরুদাসপুর, ৬। খোকা পাহান, পিতা-গুন পাহান, সাং-ধানুড়া, থানা-গুরুদাসপুর, ৭। দুলাল পাহান, পিতা- নিতাই পাহান, সাং-ধানুড়া, থানা-গুরুদাসপুর, ৮। মোঃ মিরাজ, পিতা- আতাহার আলী, সাং-কাঠাল  বাড়িয়া, থানা-নাটোর সদর, ৯। রতন কুমার তেলী, পিতা-হরলাল কুমার তেলা, সাং-শংকর ভাট,  ১০। দিবলাল তেলা, পিতা-কৈলাল তেলী, ১১। শলাবী কুমার পাহান, পিতা- মৃত অর্জুন পাহান, ১২। শ্রী নিরেন পাহান , পিতা-নরেন পাহান, ১৩। পলাশ তেলী, পিতা- কালু তেলী, ১৪। শ্রী অশীম কুমার পাহান, পিতা- শ্রী অজেন কুমার পাহান, সর্ব সাং-শংকর ভাট ১৫। সবুজ কুমার রায়, পিতা- মৃত গনেশ মাষ্টার, সাং-জিনিপাড়া, সর্ব থানা-নাটোর সদর, ১৬। জয়নাল শেখ, পিতা-রহিমুদ্দিন, সাং-খিদির চাপিলা, থানা-গুরুদাসপুর, ১৭। মোঃ বায়হান হোসেন, পিতা- মোঃ সেকেন্দার মন্ডল, সাং-পশ্চিম নওপাড়া, থানা-গুরুদাসপুর, ১৮। শ্রী প্রদীপ কুমান সরকার, পিতা- নগেন্দ্রনাথ সরকার, সাং- বিষ্ণপুর, থানা-বড়াইগ্রাম, ১৯। শ্রী শান্ত কুমার, পিতা- শ্রী খুদু চরন, সাং-খোলা বাড়িয়া, থানা- নাটোর সদর, ২০। নীল কুমার পাহান, পিতা-কানাই পাহান, সাং- গজেন্দ্র চাপিলা, থানা- গুরুদাসপুর, সর্ব জেলা-নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক উপরোক্ত ১ নং আসামীর ৬ মাস, ২ নং হতে ৪ নং আসামীর ১৫ দিন, ০৫ নং হতে ২০ নং আসামীর ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত প্রত্যেক আসামীগণকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top