logo
news image

টাকার জন্য করিনি আর কোনো কাজ করবও না : শাহরুখ খান

৫১ বছর বয়সী এই বলিউড সুপারস্টার বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। তবু সাধারণ মধ্যবিত্ত যুবকের মতোই জীবনযাপন ও সে অনুযায়ী চিন্তাভাবনাই ভালো লাগে বলে দাবি তার।

শাহরুখ বলেন, টাকার জন্য করিনি আর কোনো কাজ করবও না। আমি কাজ করতে ভালোবাসি আর আল্লাহও আমার প্রতি যথেষ্ট সদয়। তার কৃপায় আমার পেশাগত, সামাজিক, অর্থনৈতিক ও আবেগীয় জীবন অনেক ভালোই কাটছে। আর আমার কোনো কাজই টাকার প্রতি ভালোবাসার জন্য নয়।

শাহরুখ আরও বলেন, মানুষ হয়তো মনে করে টাকার জন্য শাহরুখ বিভিন্ন সিনেমা বানায় বা প্রজেক্টে বিনিয়োগ করে। তবে আসলে তা নয়। আমি কাজ পছন্দ করি। আর সেই কাজের বা সৃষ্টির প্রতিই আমার সব ভালোবাসা। টাকার প্রতি ভালোবাসা আমার কম।

তরুণদের প্রতি এই আইকন অভিনেতার পরামর্শ হল- টাকাকে কম গুরুত্ব দাও। টাকার পেছনে না ছুটে নিজের কাজের প্রতি মনোনিবেশ কর। ভালোবাসা দিয়ে নিজের কাজ করলে সফলতা আসবেই। তখন টাকার কোনো চিন্তা করতে হবে না।

 

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top