logo
news image

মান্দায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মান্দা (নওগাঁ)।  ।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল নওগাঁ জেলার মান্দা থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভোর রাতে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী শ্রী গৌর চন্দ্র মহন্তকে (৩৮) গ্রেফতার করেছে।  
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ২০১৮ তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নওগাঁ জেলার মান্দা থানাধীন শ্রীরামপুর গ্রামে আবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীগণকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের একটি আভিযানিক দল এএসপি মোঃ আজমল হোসেন, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে ইং ১৮ অক্টোবর ২০১৮ তারিখ ০২.৫০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে (ক) গাঁজা ০৮ (আট) কেজি ৩০০ (তিনশত) গ্রাম, (খ) মোবাইল ফোন ০১ (এক) টি, (গ) সিম কার্ড ০২ (দুই) টি, (গ) মাদক বিক্রয়ের নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহ মাদক ব্যবসায়ী শ্রী গৌর চন্দ্র মহন্ত (৩৮), পিতা- মৃত গতিশ চন্দ্র মহন্ত, সাং- শ্রীরামপুর, থানা- মান্দা, জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।

সাম্প্রতিক মন্তব্য

Top