logo
news image

বড়াইগ্রামের হারোয়া “স” মিলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে হারোয়া বটতলা বাজারে অবস্থিত মো. নজরুল ইসলামের “স” মিলে বুধবার রাত একটার দিকে অগ্নিকান্ড ঘটে। নজরুল ইসলাম উপজেলার শ্রীখন্ডি গ্রামের মৃত আব্দুস সোবাহানের পুত্র। নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে “স” মিলের মেশিন, কাঠ, টিনসেড ঘর ইত্যাদি পুড়ে আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ অগ্নিকান্ডের খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের দমকল বাহিনী এসে আগুন নিয়ত্রনে আনে। দয়ারামপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, মোবাইল ফোনে খবর পেয়ে ছুটে আসি ঘটনাস্থলে। তারপরও এ অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে। অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে হয়েছে, তা সঠিকভাবে কেউই বলতে পারে না। 
 গত ২৮ সেপ্টেম্বর একই বাজারে অবস্থিত আব্দুস সালামের “স” মিলে এক অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে যায়। 
সম্পাদনায়- মআকস

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য