logo
news image

সড়ক দুর্ঘটনায় আহত গাড়ি চালক বাগাতিপাড়ার ডাবলু’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় নাটোরের বাগাতিপাড়ার গাড়ি চালক হাফিজুর রহমান ডাবলু’র মৃত্যু হয়েছে। রোববার রাত ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ডাবলু বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের মৃত তহির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি রংপুর বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর গাড়ি চালক ছিলেন। গত ১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
নিহত গাড়ি চালকের ভাই বাবলু জানান, ওই দিন দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে জিপ গাড়িতে রংপুর বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকে নিয়ে যাচ্ছিলেন ডাবলু। পথিমধ্যে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুরে জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী আফজাল হোসেন মারা যান এবং গুরুত্বর অবস্থায় গাড়ি চালক ডাবলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তিনি মারা যান।

সাম্প্রতিক মন্তব্য