logo
news image

লালপুরে ৪২ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব শারদীয় দূর্গা পুজা শুরু হয়েছে। গত বছরের এ উপজেলায় ৩৯ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল সেখানে  এ বছর ৩ টি বৃদ্ধি পেয়ে ৪২ টি মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কড়া নিরাপত্তা ও নজর দারীতে থাকছে পূজা মন্দির সহ আশে পাশের এলাকা। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভদ্র জানান, মহা ধুম ধামের সাথে এবং অত্যান্ত শান্তি পূর্ণ ভাবে এবার দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে ,গত বছরের তুলনায় এবার পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে । এবিষয়ে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে ,আইন শৃংখলা রক্ষার্থে আমরা সব সময় তৎপর আছি ।

এম ইসলাম

সাম্প্রতিক মন্তব্য