logo
news image

স্বর্ণদ্বীপে নাটোর বন্ধুসভা

নিজস্ব প্রতিবেদক।  ।  
চলনবিলে নৌকা ভ্রমণ করে স্বর্ণদ্বীপ ঘুরে এসেছেন নাটোরসভার বন্ধুরা। ৫ অক্টোবর দিনব্যাপী এই ভ্রমণে বন্ধুসভার সদস্যদের সঙ্গে তাঁদের অভিভাবকেরাও অংশ নেন। সকাল ১০টায় নবাব সিরাজ উদ দৌলা কলেজ মাঠে নাটোর বন্ধুসভার ৪৪ জন সদস্য জড়ো হন। তাঁদের সঙ্গে যোগ দেন ১২ জন অভিভাবক। সবাই বাসে করে গুরুদাসপুরে পৌঁছান। সেখানে নৌকায় উঠে গুমানি নদী হয়ে চলনবিলে প্রবেশ করে বন্ধুসভার নৌকা। নৌকায় চলে কুইজ প্রতিযোগিতা, নাচ-গান ও আবৃত্তি। শেষ বেলায় নৌকা পৌঁছে কাঙ্ক্ষিত স্বর্ণদ্বীপে। ভ্রমণে সহযোগিতা করেন বন্ধুসভার মিজানুর রহমান,আকাশ আহম্মেদ,জয়া সরকার, মনিরুজ্জামান, রিতু আক্তার, মাহবুব ও আবদুল মালেক।

সাম্প্রতিক মন্তব্য

Top