logo
news image

বড়াইগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবিদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রাকিব হোসেন (২৩) নামের  এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার মোড়ে ছহির উদ্দিনের এর বড়াল হোটেলে মেসিয়ারের কাজ করে রাকিব। বিকেলে ছহির এর হোটেল সংলগ্ন নিজ বাড়ীতে পেঁপে পাড়ার জন্য গাছে উঠে রাকিব। এসময় পেঁপে গাছ হেলে ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তার উপর পরে। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।**

সম্পাদনায় মআকস 

সাম্প্রতিক মন্তব্য