logo
news image

নলডাঙ্গায় দূগোৎসবের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা (নাটোর)।  ।  
সকল প্রস্ততি শেষে সোমবার (১৫ অক্টোবর) থেকে ঢাক আর কাসার শব্দে মুখরিত হয়ে উঠবে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৫৪টি পূজামন্ডপ। বিভিন্ন পূজা মন্ডপে শেষ মুহুর্তেরে প্রস্ততি নিতে দেখা গেছে। তবে গত বারের চেয়ে এবার উপজেলায় আরোও ৩ টি পূজামন্ডপ বেড়েছে। স্থানীয় প্রশাসন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, এবার উপজেলার ৫৪টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালন করতে পারে তার জন্য পুলিশ প্রশাসন সব ধরনের সহয়তার প্রস্ততি রেখেছে। আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি পুজামন্ডপে পুলিশি টহল থাকবে। দশমিতে সন্ধার আগেই প্রতিমা বিসর্জন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উদয় ভট্টাচার্য জানান, এবারেও ৫৪টি দূর্গোৎসব উদযাপনে সকল প্রস্ততি শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি সোমবার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো। তবে গত বারের চেয়ে এবার আরোও ৩ টি পুজামন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top