logo
news image

গ্রেনেড হামলার রায়-নাটোরে পুলিশী তৎপরতা

নিজস্ব প্রতিবেদক।  ।  
আগামীকাল বুধবার (১০ অক্টোবর) বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নাটোরে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। রায়কে কেন্দ্র করে কেউ যেন জানমালের ক্ষতি করতে না পারে- এ লক্ষ্যে শহরে শোডাউন করেছে পুলিশ। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে এ শোডাউন শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। পুলিশ বলছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘প্রাপ্ত গোয়েন্দা তথ্যের আলোকে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাটোরে কোনরুপ সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবুও মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।’
এদিকে রায় ঘোষণা কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বুধবার সকাল থেকেই রাজপথে অবস্থান নেবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে জানা গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top