logo
news image

বাগাতিপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
'থাকলে শিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত' শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। পরে এক র‌্যালি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম সাদেকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রেসক্লাব সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখসহ পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কন্যা শিশু শিক্ষার্থী, মহিলা সংগঠনের সদস্যবৃন্দ ও সূধীজন।

সাম্প্রতিক মন্তব্য

Top