logo
news image

রাঙ্গামাটি পাহাড়ে জুম তুলতে ব্যস্ত চাষিরা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি।  ।  
রাঙ্গামাটি পাহাড়ে জুম চাষের ফসল তুলতে ব্যস্ত এখন চাষিরা। সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পাহাড়ে বিভিন্ন ফসল ফলায় পাহাড়ী জনগোষ্ঠী এখন তারা সে সব উৎপাদিত ফসল ঘরে তুলতে ব্যস্ত। কৃষি বিভাগের দাবি তুলনামূলকভাবে গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে।
এবার কৃষি বিভাগের মতে রাঙামাটিতে জুম চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৯শ ৩০ হেক্টর জমিতে। গত বছর জুম চাষে ফলন পাওয়া গিয়েছিল ৫ হাজার ৪০ হেক্টর জমিতে। এবার সদরে ২শ হেক্টর, নানিয়াচর ৩৮০ হেক্টর, কাউখালীতে ৪৫ হেক্টর, বরকলে ৪৭০ হেক্টর, জুরাচড়িতে ৬৯০ হেক্টর, লংগদু ৫৭৫ হেক্টর, বাঘাইছড়িতে ৯শ হেক্টর, কাপ্তাই ৪৩৫ হেক্টর, রাজস্থলীতে ৫৫০ হেক্টর এবং বিলাইছড়িতে ১৬৮৫ হেক্টর জমিতে জুম চাষ করা হয়েছে।
রাঙামাটির কাপ্তাই সড়কে মোরঘোনা এলাকার বিপুল চাকমা বলেন, গত বছর পাহাড় ধসের ফলে জুম চাষের জায়গা কমে গেছে। তারপরও যেটুকু জায়গাতে আমার চাষ করেছি, তাতে ফলন গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা জানান, আগের তুলনায় এবার ফলন ভালো হয়েছে, কৃষি বিভাগ জুমিয়াদের সার ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top