logo
news image

সিংড়ার চলনবিলে সুঁতিজাল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে দুটি সুঁতিজালের অবকাঠামো এবং দুটি বানার বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ( ‍ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল কুমারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দিনভর এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ জাল, বানা ও সুঁতিজালের অবকাঠামো জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।
সিংড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আত্রাই নদীসহ বিলের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে বানার বাঁধ ও সুঁতি জাল দিয়ে অবাধে মাছ নিধন এবং চলনবিলের পানি প্রবাহ বাধাগ্রস্থ করছিল এক শ্রেণীর প্রভাবশালীরা। রোববার (৭ অক্টোবর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলনবিলসহ আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে সিংড়া উপজেলা প্রশাসন। অভিযানে আত্রাই নদীর মহেশচন্দ্রপুর ও জোড়মল্লিকা এলাকার ২টি সুঁতিজালের অবকাঠামো উচ্ছেদ করা হয়। এছাড়া কতুয়াবাড়ী ব্রীজসহ বিলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বানার বাঁধ ও মোশারী জালের অবকাঠামো অপসারণ করা হয়। পরে আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল কুমার, উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top