logo
news image

বাগাতিপাড়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে আ.লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে চন্দ্রখইর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে উঠন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইউনুস আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুকুমার মুখার্জী প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top