logo
news image

অকালে চলে গেলেন নাট্যকর্মী রঘুনাথ নিয়োগী

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের নাট্যকর্মী রঘুনাথ নিয়োগী অকাল প্রয়াণ ঘটেছে। শুক্রবার (৫ অক্টোবর) রাত সোয়া বারোটার দিকে তার নিজ বাসভবন লালবাজারে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে নাটোরের সাংস্কৃতিক অঙ্গনে এক ধাক্কা লেগেছে বলে মনে করেন সাংস্কৃতিক কর্মীরা। সদালাপী এবং বিনয়ী এই নাট্যকর্মীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইঙ্গিত থিয়েটারের দপ্তর সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি নাটোর বার অ্যাসোসিয়েশনের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো এর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ তার আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই থিয়েটার কর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান সভাপতি অধ্যাপক মুজিবুল হক নবী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এক যুক্ত বিবৃতিতে বলেন, এমনিতেই এই সময়টিতে নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মীর বড্ড অভাব। সেই সময়ে রঘুনাথ নিয়োগীর চলে যাওয়াটা সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় ধাক্কা। তারা অকালপ্রয়াত রঘুনাথ নিয়োগীর আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। রঘুনাথ নিয়োগীর মরদেহ দুপুর ১২ টায় কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top