logo
news image

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াতে সক্ষম হবে-ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পাবনা।  ।  
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মতো উন্নত দেশের কাতারে দাঁড়াতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) পাবনা এ্যাডওয়ার্ড কলেজ চত্বরে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন অনুষ্ঠানে পাবনা শহরের মুক্ত মঞ্চ হতে এ্যাডওয়ার্ড কলেজ পর্যন্ত বিশাল এক র‌্যালির নেতৃত্ব দেন।
শামসুর রহমান শরীফ বলেন, ১২ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দাতা, মাদার অব হিউমেনিটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কায়েম করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আজ অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
মন্ত্রী পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এ্যাডওয়ার্ড কলেজে আয়োজিত উন্নয়ন মেলা পরিদর্শন শেষে ঈশ^রদী উপজেলায় আয়োজিত উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top