logo
news image

সিংড়ায় রিক্সা-ভ্যান মালিক শ্রমিক সমিতির সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
নাটোরের সিংড়ায় সড়কে শৃংখলা,দুর্ঘটনা রোধ, যানবাহনে চলাচলে নিয়ন্ত্রন, অবৈধ রিকসার লাইসেন্সসহ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা রিক্সা-ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ অক্টোবর) দুপুরে পৌর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা রিক্সা-ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস। প্রধান বক্তা ছিলেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
এ সময় সিংড়া থানার তদন্ত কর্মকর্তা নেয়ামুল আলমসহ উপজেলার রিক্সা-ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top