logo
news image

নাটোরে স্কুলছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোর সদর উপজেলার জংলী গ্রামের ইসফাত রাহাত মাহি (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ইসফাত রাহাত মাহি জংলী গ্রামের ইছাহাক আলীর ছেলে।
জানা গেছে, রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা দিকে নাটোর শহরের জেলা পরিষদের মিলনায়তনের পেছনে শাহিন কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এখন পর্যন্ত বাড়ি ফিরে আসে নি।
এ ঘটনায় সোমবার দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পিতা ইছাহক আলী।
তিনি জানান, মাহির উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পড়নে কালো গেঞ্জি এবং গ্যাবাডিং প্যান্ট ছিল। কেউ তার খোঁজ পেলে এই নাম্বারে (০১৭৩১-৪৭৪১২১) যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top