logo
news image

সিংড়ায় চলনবিল নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)।  ।  
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে চলনবিল নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আত্রাই নদীর গোডাউনপাড়া থেকে কতুয়াবাড়ী ঘাট পর্যন্ত তিন কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় তিনটি জেলার ১২টি দল অংশগ্রহন করে এবং নদীতে শত শত নৌকায় ও নদীর উভয় তীরে হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকারের উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত চলনবিল এলাকায় প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ , প্রযুক্তিসহ নানামুখী উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে চলনবিল আজ আলোকিত ও অগ্রসর জনপদ। এরআগে সিংড়া ব্রীজ পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
৩য় বারের মত এই আয়োজন শুধু মাত্র গ্রামীন বাংলার ঐতিহ্যকে পুনরুদ্ধার করবার জন্য মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব এড: জুনাইদ আহমেদ পলক সিংড়াকে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও নিরাপদ সিংড়া গড়ে তুলবার জন্য এ ধরনের আয়োজন করেন এবং বার্ষিকভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক কমিটির সদস্য সচিব মাওলানা রুহুল আমিন জানান, মোট ১২ টি দল এই নৌকাবাইচে অংশ নেয়।  বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ১ টি ১০০ সিসি মোটরসাইকেল সহ মোট ৭ টি পুরস্কার প্রদান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top