logo
news image

নাটোরে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে।  নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া গ্রামস্থ এলাকায় আবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে শুক্রবার রাত ১১.২০ মিনিটে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন, ৭টি সিম কার্ড, নগদ ৩  হাজার টাকাসহ আসামী ১। মোঃ রিংকু প্রাং (২৯), পিতা-মৃত হোসেন আলী কালু, সাং- উত্তর বড়গাছা, ২। মোঃ রাজু (২৫), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, ৩। মোঃ শেখ হাসনাত দুখু (২৩), পিতা- মোঃ আব্বাস আলী, ৪। মোঃ বেলাল হোসেন (২৪), পিতা-মৃত আবুল খায়ের, সর্ব সাং-বনবেলঘড়িয়া বাইপাস, থানা ও জেলা-নাটোরগণকে হাতেনাতে করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীগণ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।

সাম্প্রতিক মন্তব্য

Top