logo
news image

অমানবিক ঘটনা না ঘটুক

মোঃ আলী আশরাফ ভূঞা
মানুষ মানুষ খেলা। চারদিকে নানান রঙের মানুষ। মানুষের অবয়বে ঘুরে বেড়ায় কিছু অমানুষ। যারা মানুষকে খুন করে। মানুষ দিন দিন তাদের বিবেক হারিয়ে ফেলছে। মনুষ্যত্বের মৃত্যু দেখছি কিছু মানুষের মধ্যে। বগুড়া সদর থানার লাহীড়ি পাড়ায় যশোপাড়া বাজারে খুন হলো ষাট বছরের বৃদ্ধ রাজা মোল্লা। অটোরিক্সা চার্জের পাওনা চল্লিশ টাকাকে কেন্দ্র করে এ খুন। বিস্মিত!!!! স্তব্ধ হয়ে যাই। কিভাবে পারে মানুষ এত নীচে নামতে???? মানুষে মানুষে সহনশীলতা নেই । ধীরে - ধীরে হারিয়ে যাচ্ছে বিশ্বাস। চারিদিকে নষ্ট সময়ের ; নষ্ট জীবনের উৎসব । এর মধ্যেই অামরা বাঁচাতে চাই। স্বপ্ন দেখি নিরাপদ সমাজ ও রাষ্ট্রের ।
ইলিয়াস (৫৫) তার অটোরিক্সা রাজার গ্যারেজে চার্জ দিয়েছিলো। সকালে রাজা গাড়ি নেবার সময় ইলিয়াসের কাছে টাকা দাবী করলে সে বলে টাকা দিয়েছে। কিন্তু ইলিয়াস রাজাকে টাকা দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। রাজা ক্ষুব্ধ হয়ে ইলিয়াসকে মারে। ইলিয়াস রেগে বাড়ি যায়। বাড়িতে গিয়ে ঘটনাটি বলে। ইলিয়াসের ছেলে রবিউল (২৩) সব শুনে একটি লোহার রড হাতে করে বাজারে অাসে। বাবার মারের বদলা স্বরুপ রাজাকে রড দিয়ে পেটায়। রাজা মার খেয়ে অসুস্থ্য হয়। তাকে স্থানীয় লোকেরা শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় মানুষ পুলিশকে ঘটনাটি জানালে - বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামানের চৌকস টিম কয়েক ঘন্টার মধ্যে রাজা মোল্লার খুনীদের গ্রেফতার করে। এতে করে স্থানীয় মানুষরা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। ঈদের অাগের দিন - মা ; মেয়ের খুনের চার ঘন্টার মধ্যে ক্লু বের করায় পুলিশ বাহিনীর দক্ষতা ও বিচক্ষনতার প্রশংসা করেন। ঘটনাগুলো যেন একের পর এক মানুষের বিশ্বাস অর্জনের উদাহরন হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের অাস্থার প্রতীক হয়ে উঠছে। কিন্তু আমরা প্রশংসা চাইনা। চাই এসব অপ্রীতিকর অমানবিক ঘটনা না ঘটুক। মানুষের ভিতর সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। মাত্র চল্লিশ টাকার জন্য মানুষ মানুষকে খুন না করুক। মানুষ মানুষের জন্য- এ কথাটি সত্য হোক। মানুষ জাগুক বিবেকে ; মনুষ্যত্বে। মনুষ্যত্বই ধর্ম ; মনুষ্যত্বই কর্ম হোক।।
* মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম, পুলিশ সুপার, বগুড়া। 

সাম্প্রতিক মন্তব্য

Top